মালিহাটা বালিকা উচ্চ বিদ্যালয়

Malihata Girls High School

প্রতিষ্ঠানের পরিচিতি

বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার মালিহাটা নামক গ্রামে ১৯৯৭ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। তৎকালীন অত্র গ্রামের মুরুব্বীগন চিন্তা করেন যে আমাদের গ্রাম উপজেলা শহর থেকে প্রায় অনেক খানি দুরে অবস্থিত। প্রতিযোগীতা মুলক পৃথিবীতে টিকে থাকতে গেলে শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অত্র এলাকার পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে মাতৃ শিক্ষা আবশ্যক। তবে উপজেলা শহর দুরে হওয়ায় অনেকে নারীর পক্ষেই লেখাপড়া করা সম্ভব হবে না। অতএব যদি আমরা আমাদের এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান দাড় করাতে পারি তাহলে এলাকার আপামর জনতা উপকৃত হবে এবং এলাকার মেয়েরা শিক্ষিত হয়ে একটি শিক্ষিত মা জাতি তৈরী হবে। এই চেতনাকে সামনে নিয়ে ১৯৯৭ সালে মালিহাটা বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৪০ জন।

Malihata Girls High School

+8801309-119761

+8801720-662110

malihatagirlshighschool@gmail.com

Sherpur, Bogura, Bangladesh

School Map

Developed By BASHAR AL HAMID © 2024

HelpLine : +88 01723-092969